Social Bar
স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও গোলাপগঞ্জ থানাপুলিশের টিম।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি থেকে তাদের উদ্ধার করা হয়।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া গ্রামের কিশোরী জামিয়া বেগম (১৩) সামিরা বেগম (১৫) মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তারা দুজন গোলাপগঞ্জের হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানায় পৃথিক সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
পরবর্তীতে র্যাব-৯ ও গোলাপগঞ্জ থানাপুলিশ খবর পেয়ে বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি এলাকা থেকে এ দুই কিশোরীকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন পুলিশকে জানায়, মাদরাসায় যাওয়ার পথে একটি গাড়িতে উঠার পর আর কিছু তারা বলতে পারে না।
তবে তাদের কথা সন্দেহজনক মনে হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধারের পর দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩