দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার উজ্জল মিয়া দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার পুত্র।
সেনাবাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর গ্রেপ্তারকৃত উজ্জল মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১২টার দিকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে উজ্জল মিয়ার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের ৮ রাউন্ড গুলিসহ বেশ কয়েকটি পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক উজ্জল মিয়াকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩