দিরাইয়ে অটোরিকশা কেড়ে নিলো ৪ বছরের রিহানের প্রাণ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৮ জুন ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ণ


দিরাইয়ে অটোরিকশা কেড়ে নিলো ৪ বছরের রিহানের প্রাণ

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে রিহান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিহান উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মোহাম্মদ হিরা মিয়ার ছেলে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের বড়পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে সড়কে খেলা করার সময় হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয় শিশু রিহান। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সিলেটের দিকে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরনাচর ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন ব্যাটারিচালিত অটোরিকশাটি আটক রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার