দরগাগেইটের হোটেল জমজম থেকে ফের যুবকের লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ জুন ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ণ


দরগাগেইটের হোটেল জমজম থেকে ফের যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর দারগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেল থেকে জাবের হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাদারীপুর জেলার শিবচর থানার কদমতলী গ্রামের চান মিয়ার ছেলে।

সোমবার (৫ জুন) সকালে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ সোমবার সাকালে জমজম আবাসিক হোটেলের ৪১৭ নম্বর কক্ষ থেকে জাবেরের লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন আহমদ।

এরআগেও এই হোটেলে থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মোরশেদ (৪৭) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার