দক্ষিণ সুরমার মিতালী আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার কয়ছর
১৮ অক্টো ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলির মিতালী আবাসিক হোটেল থেকে কয়ছর আহমেদ নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়ছর জকিগঞ্জ থানার সৈয়দাবাদ গ্রামের আব্দুস সালাম ও হোসনা বেগমের ছেলে।
শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির একদল সদস্য কদমতলিস্ত আবাসিক হোটেল মিতালীর ২২৬নং কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এডিসি সাইফুল।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার