দক্ষিণ সুরমায় হোটেল থেকে ২ নারী আটক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৪ জুন ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ণ


দক্ষিণ সুরমায় হোটেল থেকে ২ নারী আটক

স্টাফ রিপোর্টার:
অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার হোটেল সাগর রেষ্টহাউজ থেকে ২ নারীকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, লামাকাজি এলাকার সেলিম মিয়া মেয়ে মোছা রোকসেনা আক্তার (২৪) ও মানিকগঞ্জের হরিরামপুর থানার শাহ আলমের মেয়ে মোছা: রুপা বেগম (২৫)।

তাদের বিরুদ্ধে এস. এম. পি এ্যাক্ট-৭৭ ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিলপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্ত মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার