দক্ষিণ সুরমায় পাওয়া বস্তাবন্দী লাশের হাত-পা বাঁধা, শরীরে আঘাতের চিহ্ন

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২০ ফেব্রু ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ


দক্ষিণ সুরমায় পাওয়া বস্তাবন্দী লাশের হাত-পা বাঁধা, শরীরে আঘাতের চিহ্ন

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড়ে পাওয়া বস্তাবন্দী অজ্ঞাত ব্যক্তির লাশের হাত-পা বাঁধা ছিলো বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও মৃতদেহের নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইসমিলের সামনে নদীর পাড়ে লাশটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।

ওসি বলেন- লাশটি অজ্ঞাত। দেহ পঁচে গেছে। হাত-পা বাঁধা। বয়স আনুমানিক ৪০ বছর। লাশটি স্থানীয় কয়েকজন কিছুটা চিনতে পেরেছেন। তবে পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে- এটি একটি হত্যাকাণ্ড।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার