দক্ষিণ সুরমায় তরুণীর আত্মহত্যা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ নভে ২০২৩, ০৪:০১ অপরাহ্ণ


দক্ষিণ সুরমায় তরুণীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যাকারী তরুণী ওই বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।

নিহত তরুণীর নাম রুমানা বেগম (২১)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমানা বেগম শনিবার রাতে মা-বোনের সঙ্গে ঝগড়া করেন। পরে তিনি তার শোবার কক্ষে ভিতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান- প্রাথমিকভাবে জানা গেছে, এটি আত্মহত্যা। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার