Social Bar
ডিজিটাল ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়েছে, তেহরান ও ইসফাহানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি প্রজেক্টাইল ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ফুটেজে দেখা যাচ্ছে, শহরের দুইটি স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।
এ ছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে বলে ইরানের দুইটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। সংবাদসংস্থা তাসনিম বলছে, বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া উড়ছে।
প্রেস টিভিও ওই বিমানবন্দরে আগুনের খবর নিশ্চিত করেছে। তবে কী কারণে বিমানবন্দরে আগুন জ্বলছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
এ ছাড়া ইরানের উত্তরাঞ্চলে জানজানে দেশটির এক সেনাঘাঁটিতে আগুন জ্বলছে। ইসরায়েলি বিমান হামলার পর সেখানে এখনো আগুন জ্বলছে বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।
গত শুক্রবার ভোরে ইরানজুড়ে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানে শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এর জবাবে শনিবার ইসরায়েলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপালটি হামলা চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩