নিউজ ডেস্ক:
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আরোহণ করেছেন ফোসন অসনজ তোয়াদারা।
সোমবার (৫ জানুয়ারি) দেশটির জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করে জানায়, তোয়াদারা ৭৬ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫২ দশমিক ৪২ শতাংশ।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ৬৮ বছর বয়সী এই প্রাক্তন গণিতবিদ আরও একবার দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছেন, যা দেশটিতে তার রাজনৈতিক প্রভাবের ধারাবাহিকতাকে আরও সুসংহত করল।
দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে তোয়াদারা মূলত দেশের নিরাপত্তা পরিস্থিতিকে তার নির্বাচনী প্রচারণার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তিনি দাবি করেছেন যে, রুশ ভাড়াটে সেনা ও রুয়ান্ডার বিশেষ বাহিনীর সহায়তায় দেশে সহিংসতা কমিয়ে আনতে তিনি সক্ষম হয়েছেন।
এছাড়া চলতি বছর বেশ কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি সই করাকেও তিনি তার মেয়াদের অন্যতম বড় সাফল্য হিসেবে জনগণের সামনে তুলে ধরেন। তবে প্রধান বিরোধী জোট বিআরডিসি এই নির্বাচন বর্জন করেছিল। বিরোধীদের অভিযোগ ছিল যে, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই এবং তোয়াদারা একতরফাভাবে ক্ষমতার অপব্যবহার করছেন।
উল্লেখ্য যে, এক দশক আগে ক্ষমতায় আসা তোয়াদারা ২০২৩ সালে একটি বিতর্কিত গণভোটের মাধ্যমে দেশের সংবিধানে আমূল পরিবর্তন আনেন। ওই সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছিল, যা মূলত তার তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ প্রশস্ত করে দেয়।
বিরোধীরা সেই সময় থেকেই এই সাংবিধানিক পরিবর্তনকে ‘ক্ষমতা চিরস্থায়ী করার কৌশল’ হিসেবে সমালোচনা করে আসছিলেন। এত প্রতিকূলতা ও বিতর্কের মাঝেও তোয়াদারা বড় ব্যবধানে জয়ী হওয়ায় তার পরবর্তী শাসনকাল নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩