Social Bar
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় অফিসার চয়েস মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্থভুজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামাল হোসেন।
এ ঘটনায় তিন মাদককারবারিসহ চার জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
মামলায় পলাতক আসামিরা হলেন, একই গ্রামের লালু মিয়ার ছেলে চিহ্নিত মাদক কারবারি আবুল বাসার ওরফে আবুল (৩৮) ফরব আলীর ছেলে শাহ আলম (৪২) এবং আল আমিন।
জানা যায়, বুধবার রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি আবুলের বাড়ির নীচে গোপনে মাদক কেনা বেছা করছে। এমন সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম ইনচার্জ জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম আবুলের বাড়ীর নীচে অভিযান চালালে মাদক কারবারিরা ডুবার (গর্ত) মধ্য মদের বস্তা পেলে দেয়। এসময় মাদক কারবারি আবুল, শাহ আলম, আল আমিন দৌড়ে পালাতে পারলেও কামাল হোসেনকে পুলিশ হাতে নাতে ধরে ফেলে। পরে তার তথ্যের মতে ডুবার পানির মধ্য থেকে তিনটি বস্তার মধ্যে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৭১ বোতল মদ জব্দ করে পুলিশ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অভিযান চালিয়ে মদসহ একজনকে পুলিশ গ্রেপ্তার করে কোর্ট হাজতে চালান করেছে। তিনজন দৌড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
তিনি বলেন, চতুর্থভুজ গ্রামের মদের আস্তানা ভেঙে চুরমার করে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩