স্টাফ রিপোর্টার:
জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সংগঠনটির পক্ষ থেকে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করা হয়।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন যে, তারেক রহমানের পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ হওয়ার পর বেলা ১২টার দিকে তারা পুনরায় শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান নেবেন। এর আগে গত শুক্রবার রাতভর হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে অবস্থান করেছিলেন বিক্ষোভকারীরা।
শহীদ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের স্পষ্ট দাবি, সরকার যদি দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, তবে শাহবাগে তাদের এই অবস্থান ও অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।
গতকাল রাতভর শাহবাগে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের নেতাদের মতে, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি সহ্য করা হবে না এবং বিচার না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্ধারিত সূচি অনুযায়ী আজ বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। এই সফরে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সফর এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই ইনকিলাব মঞ্চের ‘বিপ্লবীরা’ স্বেচ্ছায় শাহবাগ মোড় থেকে কিছুটা সরে গিয়ে পাশের এলাকায় অবস্থান নিয়েছেন। জিয়ারত শেষে তারেক রহমান পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার কথা রয়েছে, যার পর আন্দোলনকারীরা আবারও তাদের মূল অবস্থানে ফিরে যাবেন।
উল্লেখ্য যে, গত কয়েক দিন ধরে শাহবাগ এলাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটিয়ে আন্দোলনকারীরা তাদের দাবির সপক্ষে অনড় অবস্থান ব্যক্ত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে চান না, বরং শহীদ হাদির বিচারের দাবিতে জনমত গঠনই তাঁদের প্রধান লক্ষ্য। তবে দুপুরের পর পুনরায় শাহবাগ অবরোধ করা হলে ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩