স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বিপিএলের দশম আসরের অষ্টম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বরিশালের হয়ে খেলতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
এ ম্যাচের আগে মুশফিকের বিপিএল পরিসংখ্যান ছিলো ১০৭ ম্যাচে ২৯৭৬ রান। ৩ হাজার ক্লাবে নাম লেখাতে ২৪ রান দরকার ছিলো মুশফিকের। বরিশাল ইনিংসে ১২তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে বিপিএলে ৩ হাজার রান পূর্ণ করেন মুশফিক। এর আগে খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলের প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল।
৩ হাজার ক্লাবে নাম লিখিয়েই তামিমকে টপকে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক। ৯২ ম্যাচের ৯১ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটিতে তামিমের রান ৩০২৪। আর ১১৪ ম্যাচের ১০৮ ইনিংসে ২০টি ফিফটিতে ৩০৩৮ রানের মালিক মুশফিক। মাইলফলকের ম্যাচে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করেন মুশফিক।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩