Social Bar
স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল। সাক্ষাতে তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রতিনিধি দলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
আজ শনিবার ইসির কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির সঙ্গে সাক্ষাৎ করবেন চার নির্বাচন কমিশনার। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি সূত্রে আরো জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
সাক্ষাতের বিষয় ইসির একাধিক কর্মকর্তা বলেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরণের সাক্ষাতের আয়োজন করা হয়। এবারও তাই করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩