ঢাকা- চট্টগ্রামের আন্তর্জাতিক ৬ ফ্লাইট নেমেছে সিলেট
০৪ জানু ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
ঘন কুয়াশার কারণে ঢাকা ও চট্টগ্রামে নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ৬টি আন্তর্জাতিক ফ্লাইট। কুয়াশা কাটার পর ফ্লাইটগুলো যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছেড়ে যায়।
রবিবার (৪ জানুয়ারি) সকালে ফ্লাইটগুলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।ইউএস বাংলা এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত আলী লিমন জানান, বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন গন্তব্যের ইউএস-বাংলার ৪টি ফ্লাইট ওসমানীতে অবতরণ করেছে। এর মধ্যে আবুধাবি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ফ্লাইট সকাল ৮টা ৪৪ মিনিটে, ওমানের মাসকট থেকে আসা চট্টগ্রামগামী ফ্লাইট ৮টা ৪৮ মিনিটে, চীনের গুয়াংজু থেকে আসা ঢাকাগামী ফ্লাইট ৮টা ৫৮ মিনিটে ও সিঙ্গাপুর থেকে আসা ঢাকাগামী ফ্লাইট ৮টা ৫৪ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। কুয়াশা কাটার পর সকাল ১১টা ৩৫ মিনিটে আবুধাবী থেকে আসা ও ১০টা ৪৫ মিনিটে মাসকট থেকে আসা ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এছাড়া সকাল ১১টা ১৩ মিনিটে গুয়াংজু থেকে আসা ও ১১টা ৪৮ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ওসমানী ছেড়ে যায়।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ‘ডাইভার্ট ফ্লাইট’ গতকাল রবিবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। পরে ফ্লাইটগুলো নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ওসমানী ত্যাগ করে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার