Social Bar
বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহনুর হোসাইন এবং উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলার লামাকাজী বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা শাহনুর হোসাইনকে এবং সোমবার দিবাগত (১৫ ডিসেম্বের) গভীর রাতে রামপাশা ইউনিয়নের নওধার গ্রামস্থ নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা মনসুর আহমদকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সংগঠিত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে যুবলীগ নেতা মনসুর আহমদকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আর অপর গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা শাহনুর হোসাইনের বিরুদ্ধেও মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে বিশ্বনাথে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজনকে আদালতে পাঠানো হয়েছে। অপরজনকে আজ বুধবার আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩