হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র্যাব।
শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রতনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা ডাকাতরা হলেন- বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার চান্দেরপাড়া গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মোস্তফা মিয়া (২৪), একই উপজেলার বেঙ্গাউতা গ্রামের আলিফ খা’র ছেলে আব্দুর রহিম (২৭), শান্তিপুর গ্রামের বাক্কা মিয়ার ছেলে শাহ আলম (২৫), গুনিয়াউক গ্রামের রহিম মিয়ার ছেলে আনু মিয়া (২৭) ও করগ্রাম গ্রামের জমরুদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩