টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহ রিয়াদের

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৮ অক্টো ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ণ


টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহ রিয়াদের

স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন টাইগার অলরাউন্ডার।

৩৯ ছোঁয়ার পথে রিয়াদ। ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। রিয়াদ বলেছেন, ‘হ্যাঁ, সত্যিই আমি এই সিরিজের শেষ ম্যাচেই অবসর নিতেছি।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। সেই থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে, ২৩.৪৮ গড়ে রান করেছেন ২ হাজার ৩৯৫। বল হাতে নিয়েছেন ৪০ উইকেট। শুধু তাই নয় এই ফরম্যাটে বাংলাদেশকে ৪৩ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন রিয়াদ। তার অধিনায়কত্বে বাংলাদেশ ২৬ ম্যাচে হারের বিপরীতে জিতেছিল ১৬ টিতে। ২০২২ বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার