জোটে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ নভে ২০২৩, ০১:৩২ অপরাহ্ণ


জোটে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে দলীয় প্রার্থী দেবে আওয়ামী লীগ। সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

বিএনপিকে নির্বাচনে আনার কৌশল আওয়ামী লীগের নেই। তবে দলটি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, বিশেষ করে দলের মনোনীত প্রার্থী ও নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি মানতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার