জৈন্তাপুর সীমান্ত থেকে বিপুল সংখ্যক গরু ও মহিষ আটক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২১ সেপ্টে ২০২৫, ০৩:০১ অপরাহ্ণ


জৈন্তাপুর সীমান্ত থেকে বিপুল সংখ্যক গরু ও মহিষ আটক

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বিজিবি। রবিবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, রবিবার জৈন্তাপুরের কমলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬টি মহিষ আটক করা হয়। আটক মহিষের মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়া শনিবার জৈন্তাপুর সীমান্ত থেকে ১০টি গরু ও ৪টি মহিষ আটক করা হয়। আটককৃত গরু ও মহিষের বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন আটক পশুর মোট মূল্য ৩৩ লাখ ৮০ হাজার টাকা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার