জৈন্তাপুরে জ ব্দ আরও ১৪ হাজার ঘনফুট পাথর

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৩ আগ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ণ


জৈন্তাপুরে জ ব্দ আরও ১৪ হাজার ঘনফুট পাথর

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) দুপুর ১১টায় উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা।

অভিযান চলাকালে ৪নং বাংলাবাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর দুই হাজার ঘনফুট ও শ্রীপুর চা বাগানের পাশে মজুদ করে রাখা আরো ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪নং বাংলাবাজার এলাকায় গত সপ্তাহে জব্দকৃত সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর ও শনিবার দুই হাজার ঘনফুটসহ মোট সাড়ে এগারো হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ২০ হাজার ঘনফুট পাথরসহ ৪নং বাংলাবাজার এলাকায় আরো সাড়ে এগারো হাজার ঘনফুট জব্দকৃত পাথরসহ মোট ত্রিশ হাজার ঘনফুটের অধিক পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

পাশাপাশি প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার