‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৮ ডিসে ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ণ


‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ঢাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই হবে এই অধিদফতরের উদ্দেশ্য।

বিষয়টি নিয়ে বুধবার ঢাকায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এতে সভাপতিত্ব করেছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের শুরুতে ছাত্রদের আন্দোলন রাজপথে গড়ায়। এটি এক পর্যায়ে গণআন্দোলনে রূপ নেয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণা দেওয়া হয়। এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে দেশের সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। এতে ৫ আগস্ট জনরোষে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান ঘটে প্রায় সাড়ে ১৫ বছরের দুঃশাসনের। ৫ আগস্ট এই আন্দোলন চূড়ান্ত সফলতা লাভ করলেও ছাত্র-জনতা এর নামকরণ করে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে। ৫ আগস্টকে ’৩৬ জুলাই’ হিসেবে অভিহিত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার