জুলাইযোদ্ধা মুনিরার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন, নিরাপত্তাহীনতায় পরিবার
২৩ ডিসে ২০২৫, ০৭:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
জুলাইযোদ্ধা সিরাজুম মুনিরার পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন এঁকে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মুনিরা ও তার পরিবার। গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় ওই ক্রসচিহ্ন আঁকা হয়েছে বলে দাবি মুনিরার পরিবারের।
সিরাজুম মুনিরা জানান, সম্প্রতি তিনি পাবনায় থাকেন না।
তবে তার মা-বাবা পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকার বাসায় থাকেন। শনিবার সকালে তাদের বাসার গেটে লাল রং দিয়ে আঁকা ক্রসচিহ্ন দেখতে পান। তবে কারা ওই চিহ্ন এঁকেছে সেটি তার মা-বাবা বা প্রতিবেশীরা কেউ দেখেননি। মেয়ে দুশ্চিন্তা করবে ভেবে বিষয়টি তারা মুনিরাকে জানাননি।
মুনিরা জানান, রোববার রাতে বাসায় ফিরে পরদিন বিকেলে বের হতে গিয়ে বিষয়টি নজরে আসে তার। পরে মৌখিকভাবে থানা পুলিশকে জানান এই জুলাইযোদ্ধা।
সিরাজুম মুনিরা বলেন, জুলাই আন্দোলনে পাবনায় আমি সামনে থেকে যুদ্ধ করেছি। ফলে আন্দোলনের শুরু থেকেই বিভিন্নভাবে আমাদের হুমকি-ধমকির শিকার হতে হয়। তবে এই ঘটনা ঠিক কারা ঘটিয়েছে সেটি আমি নিশ্চিত নই। আমাকে ভয় দেখিয়ে বিচলিত করতে এটি করা হয়েছে বলে আমার ধারণা।
তিনি বলেন, এ ঘটনায় এখনো আমি থানায় কোনো লিখিত অভিযোগ দিইনি। তবে মৌখিকভাবে জানানোতেই প্রশাসনের পক্ষ থেকে আমাকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। দিনরাত বাড়ির সামনে দিয়ে পুলিশ টহল দিচ্ছে।
এ ব্যাপারে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তারও কোনো তথ্য এখনো পাইনি। কোনো সিসিটিভি ফুটেজও নেই। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি সিরাজুম মুনিরা ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও আমরা মাথায় রেখেছি।
এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার