জুড়ী বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন
২১ জানু ২০২৫, ০৪:৪১ অপরাহ্ণ
জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির ২১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সুপারিশে জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন কমিটি অনুমোদন করেন।
জুড়ী উপজেলা বিএনপির অনুমোদিত কমিটির আহবায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু ও হেলাল উদ্দিন।
সদস্য- নাসির উদ্দিন আহমদ মিঠু, মোঃ হাবিবুর রহমান আছকর, লিয়াকত আলী, ফখরুল ইসলাম শামীম, এম. এ মোহাইমিন শামীম, এমদাদুল ইসলাম চৌধুরী, মোঃ জামাল হোসেন, নজমুল ইসলাম, আব্দুল কাইয়ূম (চেয়ারম্যান), আব্দুল মুহিত নামর, মোঃ ফাতির আলী, মোঃ মোশতাক খান, সোহাই মিয়া, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, শাহিন আহমদ রুলন, খুর্শেদ আলম ও মোঃ সিরাজুল ইসলাম।
উক্ত আহবায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়। এর আগে গত ২ জানুয়ারি জুড়ী উপজেলা বিএনপির চার সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার