Social Bar
স্টাফ রিপোর্টার:
ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।
শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় এই সম্মেলন। অনুষ্ঠানে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনের আজ প্রথম সেশন। রবিবার এই সম্মেলনের শেষ দিন। সম্মেলনে শেখ হাসিনা আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার সকাল ১১টার দিকে নয়াদিল্লিতে যান শেখ হাসিনা। বিকালে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে উভয়ে সম্পর্ককে আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।
শেখ হাসিনার এই সফরে কৃষি, সাংস্কৃতিক বিনিময় ও আন্তঃদেশ লেনদেনে বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রসঙ্গত, এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে– নেদারল্যান্ডস, স্পেন, নাইজেরিয়া, মিশর, মরিশাস, সিঙ্গাপুর, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩