জিন্দাবাজারে বিএনপি নেতাকর্মীদের ‘পিকেটিং’, পুলিশের ধাওয়া

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৯ অক্টো ২০২৩, ১২:১৭ অপরাহ্ণ


জিন্দাবাজারে বিএনপি নেতাকর্মীদের ‘পিকেটিং’, পুলিশের ধাওয়া

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের জিন্দাবাজারে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে পিকেটিং করার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে জানান, জিন্দাবাজার পয়েন্ট ও কাজি ইলিয়াস এলাকায় সড়কে সকাল সাড়ে ৮টার দিকে তাঁতিপাড়ার গলি থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী হঠাৎ বের হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তবে পুলিশের ধাওয়ায় তারা দাঁড়াতে পারেনি রাস্তায়।

এসময় বিএনপি নেতাকর্মীদের দিকে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এসময় পিকেটিংকারী একজনের ফেলে যাওয়া মোটরসাইকেল পুলিশ জব্দ করে ।

আজ রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় দলটি। শনিবার বিকালে দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে সিলেট ও ঢাকায় হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাস মালিক এবং পরিবহন শ্রমিক সমিতি।

হরতালকে কেন্দ্র করে সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রবিবার ভোর থেকে সিলেটের গুরুত্বপূর্ণ সকল রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়নি। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে আঞ্চলিক সড়কগুলোকে কিছুটা যানবাহন চলাচল করছে।

মহানগরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে তারা প্রস্তুত। তবে কোথাও বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়নি।

দেখা গেছে- সিলেটে ভোর থেকে নিয়মিত পুলিশের পাশাপাশি বিশেষ টিম ‘ক্রাইসিস রেন্সপন্স টিম- সিআরটি’ রয়েছে মাঠে। এছাড়া সাদা পোশাকেও পুলিশ বাহিনী রয়েছে মাঠে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার) পিপিএম বলেন- সিলেটের জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা কঠোরভাবে তা দমন করবো। আজ ভোর থেকে আমাদের মোবাইল টিম, সিআরপি ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে রয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যায় সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম মুঠোফোনে বলেন- ‘আমরা এ হরতালের পক্ষে নই। বাস মালিক সমিতির সিদ্ধান্তের আলোকে আগামীকাল (রবিবার) আমাদের শ্রমিকরা যথারীতি গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন।’

এর আগে দলীয় কর্মসূচি ঘোষণার পরপরই শনিবার বিকালে সিলেটে সর্বাত্মক হরতাল পালনের আহবান জানায় জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম এক বিজ্ঞপ্তিতে বলেন- দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রোববার সিলেট জেলার সর্বত্র সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

পরে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শনিবার বিকালে মুঠোফোনে বলেন- সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠনের নেতাকর্মীদের একাংশ ঢাকায় থাকলেও বড় অংশ সিলেটে রয়ে গেছেন। কাল (রবিবার) সকাল থেকে তারা সিলেটের রাস্তাঘাট দখলে নিয়ে হরতাল সফল করবেন। এছাড়া আমরা যারা ঢাকায় আছি তারা রাতেই বিভিন্নভাবে সিলেটে ফেরার কথা রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 983 বার