জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের জামাই আদরে রাখবে: কৃষ্ণ নন্দী

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৭ জানু ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ


জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের জামাই আদরে রাখবে: কৃষ্ণ নন্দী

স্টাফ রিপোর্টার:

খুলনা- ১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন- হিন্দুদের বলা হয়, জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এই দেশে থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। আমি বলতে চাই জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের এই দেশে জামাই আদরে রাখবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নিবার্চনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষ্ণ নন্দী আরও বলেন, জামায়াতে ইসলামী কখনও টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে কেনা যায় হাটের গরু, ছাগল ও হাঁস-মুরগি। আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরওয়ার ভাইয়ের আসন থেকেও বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখের প্রথম ভোট দিবেন ‘হ্যাঁ’ এবং দ্বিতীয় ভোট ১১ দলীয় জোটের প্রার্থীদের। প্রার্থীদের বিজয়ী করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ উপহার দেবো আমরা, কথা দিচ্ছি। তিন দলের দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 993 বার