জামায়াত ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৮ ডিসে ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ


জামায়াত ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন। অন্যদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে।

এর আগে গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেছিল। তফসিল প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে এবার জামায়াতের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে বসলো। এছাড়াও, আজ সকালে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 985 বার