‘জাতীয় প্রেসিডন্ট আনসার সেবা পদক’ সিলেটের ইমতিয়াজ রহমান ইনু

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৭ ফেব্রু ২০২৩, ০৬:০৯ অপরাহ্ণ


‘জাতীয় প্রেসিডন্ট আনসার সেবা পদক’ সিলেটের ইমতিয়াজ রহমান ইনু

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশাসনিক শাখার থেকে জাতীয় প্রেসিডন্ট আনসার সেবা পদক পেলেন সিলেট সদর ইমতিয়াজ রহমান ইনু।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক পত্রের মাধ্যমে এই পুরস্কারে কথা জানানো হয়েছে।

সিলেটের প্রথম মুসলমান হয়রত শাহ গাজী বুরহান উদ্দিন কুশিঘাট বুরহানাবাদ এলাকার আলা উদ্দিনের পুত্র ইমতিয়াজ রহমান ইনু। তিনি দীর্ঘদিন থেকে জনকল্যাণমুখী কর্মকান্ড চালিয়ে আসছিলেন। তিনি পেশায় একজন সিলেট সদর উপজেলার আনসার প্লাটুন কমান্ডার। এ কাজের পাশাপাশি তিনি দরিদ্র শিক্ষার্থীদের একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্টিত করেছেন।

বাংলাদেশ আনসার গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ ও রেঞ্জাধীন ইউনিট সমূহের কর্মরত নিম্ন ছক বর্নিত কর্মকর্তা কর্মচারীগণ ৪৩তম জাতীয় সমাবেশ ২০২৩ উপলক্ষে এ পদকের সিলেটের ইমতিয়াজ রহমান ইনু মনোনীত হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি আনসার একাডেমী হেড কোয়ার্টার থেকে তাকে এ পদক প্রদান করা হবে। উক্ত পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় প্রেসিডন্ট আনসার সেবা প্রাপ্তিতে ইমতিয়াজ রহমান ইনু সকলের দোয়া চেয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার