বিশ্বনাথ প্রতিনিধি:
জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর রুনা। রোববার সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।
রুনা বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আর এ ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ বলছেন স্থানীয় নির্বাচন ও কেউ বলছেন সংস্কার শেষে আর এখন নতুন দল বলছে, শেখ হাসিনার বিচার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৫টি বছর আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি নিয়ে মাঠে আন্দোলন করে আসছি। এর জেরে বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার। অনেকে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল এ অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কিছু বিষয়ে সংস্কার করে নির্বাচন দেবেন। কিন্তু এখন আমরা দেখতে পারছি নির্বাচন নিয়ে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র ও বিভিন্ন ধরণের বক্তব্য আসছে। আমরা বলবো, সংস্কার বা বিচার একটি দীর্ঘতম চলমান প্রক্রিয়া। তাই নির্দিষ্ট কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩