জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৮ সেপ্টে ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ


জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অমর্ত্য রায় নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এই রিট আবেদনটি করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। রিট আবেদনে কি কারণ দেখানো হয়েছে, তা জানা যায়নি।

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ। এই নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বিভিন্ন পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী।

১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৯ বার অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার