জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান হলেন বিএনপি নেতা হাসান

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৯ মে ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ণ


জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান হলেন বিএনপি নেতা হাসান

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ সদর ইউনিয়নের চশমা প্রতীকের প্রার্থী হাসান আহমদকে সিলেট জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল চেয়ারম্যান ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার হাসান আহমদের দায়েরকৃত নির্বাচনী ফলাফল সংক্রান্ত মামলার রায়ে ৭৮ ভোটে বিজয়ী ঘোষণা করে রায় দেন বিচারক। এ রায়ের ফলে কয়েকদিনের মধ্যে জকিগঞ্জ সদর ইউপিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন হাসান আহমদ।

উল্লেখ্য, ২০২১ সালে জকিগঞ্জ ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদের ভোট গণনায় অনিয়ম কারচুপি করে হাসান আহমদকে পরাজিত দেখানো হয় বলে অভিযোগ তুলেন প্রার্থী হাসান আহমদ। পরে নির্বাচনী নির্বাচনী ট্রাইব্যুনালে পুনঃগণনা চেয়ে মামলা দায়ের করেন। ওই মামলার রায়ে তিনি বিজয়ী হয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.4K বার