জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদের পিতার ইন্তেকাল

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ জানু ২০২৫, ০২:০৩ অপরাহ্ণ


জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদের পিতার ইন্তেকাল

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ পৌরসভার অপসারিত মেয়র রাজনীতিবীদ ফারুক আহমেদের পিতা মো. আব্দুর রহিম (৮৯) মঙ্গলবার ভোর রাত ৩টা ২০ মিনিটের দিকে পৌর এলাকার আনন্দপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছেন। মরহুমের জানাযার নামাজ আজ মঙ্গলবার আছরের নামাযের পর আনন্দপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে, অপসারিত মেয়র ফারুক আহমদের পিতা প্রবীণ মুরব্বি আব্দুর রহিমের মৃত্যুতে শোকাভিভূত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার