জকিগঞ্জে কাউন্সিলরের বাড়িতে ডা*কা*তি: গ্রে ফ তা র ৩
০২ জানু ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শামিম আহমদের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে শামিম আহমদের বড় ভাই নোমান উদ্দিন বাদী হয়ে ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনজন ও আরেকটি চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোররাতে জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সেনাপতিরচক গ্রামের সিরাজ উদ্দিন সিরুর ছেলে কয়েস আহমদ টিপু (৪০), একই গ্রামের আব্দুল লতিফ পাখি মিয়ার ছেলে হাফিজ আহমদ রাজু (৩০) এবং আব্দুল খালিকের ছেলে করিম আহমদ (৪৫)।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও সদর ইউনিয়নের বিট অফিসার অরূপ সাগর গুপ্ত কমল জানান, ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে এবং পৌর এলাকার ওপর আরেকটা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের রিমান্ড চাওয়া হবে এবং রিমান্ডে পাওয়া গেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। লুঠ হওয়া মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত অন্য সন্দেহভাজনদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার