Social Bar
বিনোদন ডেস্ক:
ভালোবাসার সম্পর্ক থেকে গড়ে ওঠা সংসারটি ছয় বছর আগেই ভেঙে গেছে—এ তথ্য এতদিন গোপনই ছিল। অবশেষে রোববার তা প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু ও বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপক মমরেনাজ মোম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে পরিচয় ও প্রেম, পরে বিয়ে—সবকিছু পেছনে ফেলে তাঁরা এখন আলাদা জীবন বেছে নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রাশেদ মামুন অপু বলেন, ‘সিদ্ধান্তটি আমরা দুজনেই আলোচনা করে নিয়েছি। জীবনে ভালো থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বিচ্ছেদ প্রসঙ্গে এর বেশি কথা বলতে চাননি তিনি।
অন্যদিকে মমরেনাজ মোম জানিয়েছেন, অনেক আগেই তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি টানা হয়েছিল। দীর্ঘদিন গোপন রাখার বিষয়টি মানসিকভাবে কষ্টকর হয়ে উঠেছিল বলেই এখন প্রকাশ্যে আনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও দ্বিধার কারণে ছয় বছরের বিচ্ছেদ গোপন রাখার সিদ্ধান্ত আমরা দুজন মিলে নিয়েছিলাম। কিন্তু এই গোপনীয়তা দুজনের জন্যই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। তাই পারস্পরিক সিদ্ধান্তেই বিষয়টি পরিষ্কার করতে চাই। বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হয়ে যাওয়া নয়।’
পারিবারিক সূত্রে জানা গেছে, অপু ও মমরেনাজ মোমের সংসারে একটি ছেলে রয়েছে।
সন্তানের বিষয়ে জানতে চাইলে অপু জানান, ছেলে তাঁর সঙ্গেই আছে এবং সেখানেই থাকবে। বিচ্ছেদের ঘটনাকে জীবনের বিচ্ছিন্ন কোনো অধ্যায় হিসেবে নয়, বরং জীবনের আরেকটি ধাপ হিসেবেই দেখছেন তাঁরা—এমন ইঙ্গিতই দিয়েছেন দুজন।
রাশেদ মামুন অপু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারের সঙ্গে যুক্ত হন। সেখান থেকেই শোবিজে পথচলা শুরু। ঢাকায় এসে গিয়াস উদ্দীন সেলিমের সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর নাটক পরিচালনা করেন এবং পরে অভিনয়ে নিয়মিত হন। রাজশাহী আঞ্চলিক ভাষার সংলাপে অভিনয় করে দ্রুত পরিচিতি পান তিনি। নাটক ও চলচ্চিত্রে ধারাবাহিক কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩