চালক ছাড়াই চলবে শাবিপ্রবির অটোমামা
০২ ডিসে ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেসলা’-এর আদলে দেশে প্রথমবারের মতো চালকবিহীন গাড়ি তৈরিতে সক্ষম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গাড়িটির নাম রাখা হয়েছে ‘অটোমামা’। গাড়িটি একসঙ্গে তিন থেকে চারজন যাত্রী বহন করতে পারবে বলে জানিয়েছেন দলের প্রধান সিএসই বিভাগের শিক্ষার্থী মির্জা নিহাল বেগ।
দলটির দাবি, অটোমামা দেশের প্রথম সফল ‘লেভেল ২ অটোনোমাস ইলেকট্রনিক ভেসেল’। গাড়িটি দেশের রাস্তায় চলাচল উপযোগী ডেটাসেট দিয়ে তৈরি করা হয়েছে। এটি প্রাথমিকভাবে পাবলিক রাস্তায় চলাচলে সফল হয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্যরা।
দলের প্রধান মির্জা নিহাল বেগ বলেন, ‘ক্যাম্পাসের যাতায়াতব্যবস্থা মাথায় রেখে আমরা এটি তৈরি করেছি। ভবিষ্যতে আমাদের লক্ষ্য এটা আরও উন্নত অর্থাৎ সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে ডেভেলপ করা।’ আর প্রজেক্ট সুপারভাইজার সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সাহিদুর রহমান বলেন, ‘চালকবিহীন গাড়ি অটোমামা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে পরিচালিত হবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার