Social Bar
স্টাফ রিপোর্টার:
গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রথমে সিএমএইচ হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মন্ত্রী। গত ১৬ জানুয়ারি এই প্রতিবেদক পরিকল্পনামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজের অসুস্থতার কথা জানান।
সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ হাসপাতালে ভর্তির তথ্য জানান।
তিনি বলেন, মন্ত্রী স্যার ড্রাই কফ (খুসখুসে কাশি) নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রথমে সিএমএইচ হাসপাতাল ভর্তি হন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। তাকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে এ বিষয়ে চিকিৎসকরা কিছু জানায়নি বলে জানান হারুন অর রশীদ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩