চাঁদনীঘাট থেকে দশ জুয়াড়ি আটক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৩ জুলা ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ণ


চাঁদনীঘাট থেকে দশ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিমের অভিযানে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, মোঃ নজরুল ইসলাম (৩৮), মো. তরিকুল ইসলাম (২৫), মো. রহমত আলী (৩৭), মো. হেলাল আহমদ (২৬), মো. সাগর (২০), আলম আহমদ (৪৫), মো. এনাম মিয়া (২৫), বদরুল ইসলাম (৩৯), হেলাল মিয়া (২০) ও মো. সানী (৩৫)।

আটককৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার