Social Bar
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় ছুরিকাঘাতে মো আকিব (৩২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মাসখানেক দুবাই থেকে দেশে আসেন আকিব। এরই মধ্যে পরকীয়ার জেরে আকিবকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এক বাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এ ঘটনায় পুলিশ তার স্ত্রীসহ দু’জনকে আটক করেছে।
নিহত মো. আকিব (৩২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ছিলেন।
আটক দুজন হলেন- আকিবের স্ত্রী পুষ্প (২৫) ও সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক। সাইফুলের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বলে জানা গেছে।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবীর বলেন, ‘আকিব দুবাইপ্রবাসী। মাসখানেক আগে দেশে এসেছেন। দেশে ফেরার পর আকিব তার স্ত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্কের বিষয় জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হচ্ছিল। শনিবার রাত ৮টার দিকে সাইফুল আকিবের বাসায় যান। এ সময় তিন জনের মধ্যে ঝগড়া শুরু হয়। পুষ্প ও সাইফুল মিলে আকিবকে মারধর শুরু করে। একপর্যায়ে সাইফুল আকিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ধস্তাধস্তিতে সাইফুলও আঘাত পান। তখন প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই বাসায় গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন।’
আটক সাইফুল ও পুষ্পর বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩