Social Bar
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় দাম্পত্য কলহের জেরে রাবেয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী মো. জামিল পলাতক রয়েছেন।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় থানার ফইল্যাতলী বাজারের পাশে শিশু পল্লী এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, রাবেয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তার বাবার নাম মানিক মিয়া। নিহতের স্বামী মো. জামিলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, স্ত্রীকে নিয়ে হালিশহর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন জামিল। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হত। শনিবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে একটি কক্ষে জবাই করে দ্রুত পালিয়ে যান জামিল। পরে রাবেয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাতে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে রাবেয়াকে জবাই করে পালিয়ে যান তার স্বামী। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩