চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২০ ফেব্রু ২০২৫, ০৬:১৭ অপরাহ্ণ


চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দিবাগত রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- রানা চৌধুরী মাইকেল, হারুনুর রশিদ প্রকাশ সজীব, মনির উদ্দিন নাদিম প্রকাশ তাসমির, সৈয়দ মোহাম্মদ আবুল ইয়ারুজ, শাহারান, আবদুল করিম জুয়েল, ইমরান হোসেন, মোশারফ হোসেন, আবদুল গোফরান কচি, নাঈম, ইমরান, তাজুল ইসলাম, জামাল উদ্দিন, নয়ন দাশ, সুকুমার দাস, জামাল হোসেন, সামির, বেলাল উদ্দিন, লোকমান, মোকলেছুর রহমান, নুরুল ইসলাম বালা, আবুল বশর, নাছির, আবু তাহের, মোক্তার হোসেন, হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম, মনির ও মো. মানিক।

সিএমপির ডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার