Social Bar
স্টাফ রিপোর্টার:
রাজধানী ভাটারায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন- আব্দুল মজিদ সিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৪৮)। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, ‘ভাটারার সাইদনগরের একশ ফুট এলাকার ১০৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন ওই দম্পতি। তাদের দুই ছেলে ইতালি প্রবাসী। আজ ভোরে তাসলিমা বেগম রান্না করতে গেলে ছড়িয়ে থাকা গ্যাসে আগুন ধরে যায়। সম্ভবত তাকে উদ্ধার করতে যান আব্দুল মজিদ। এতে দুজনই দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্বামীর লাশের ওপর পড়েছিল স্ত্রীর মরদেহ। ধারণা করা হচ্ছে, একজনকে বাঁচাতে গিয়ে অন্যজন মারা যান। পরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩