গোলাপগঞ্জে বিপুল পরিমান ভারতীয় চিনি জব্দ, আটক ২

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ মার্চ ২০২৩, ০২:২০ অপরাহ্ণ


গোলাপগঞ্জে বিপুল পরিমান ভারতীয় চিনি জব্দ, আটক ২

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি আনার সময় ২১৬ বস্তা চিনিসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর মহিবুর রহমান জামে মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

আটকরা হলেন, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল লতিফ গাজির ছেলে মো. জাহিদুল গাজি (৩৯) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামের মো. দুদু মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম (২৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে র‌্যাব-৯ অভিযান চালায়। এ সময় গ্রেপ্তারদের কাছে বৈধ কাগজপত্র দেখাতে চাইলে তারা দেখাতে পারেনি। অভিযানে ২১৬ বস্তা ১০ হাজার ৮০০ কেজি ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয় ও দু’জনকে আটক করা হয়।

পরে র‌্যাবের ডিএডি মনিরুজ্জামান গোলাপগঞ্জ মডেল থানায় এজাহার দাখিল করলে মামলা রুজু হয়।

গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 984 বার