গোয়াইনঘাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!
২৪ সেপ্টে ২০২৩, ০১:১৩ অপরাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ৮ নং তোয়াকুল ইউনিয়নে জাঙ্গাইল (বীরকুলি) গ্রামে এক গৃহবধূর রহস্যজন মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম সেলিনা আক্তার (২৪)।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেলিনার স্বামী সাইফুর রহমানের ঝগড়া হয়। ঝগড়া শেষে সেলিনা ও স্বামী সাইফুর রহমান প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। রোববার সকালে ঘুম থেকে উঠে সেলিনার স্বামী সাইফুর রহমান চিৎকার দিয়ে বাড়ির আশপাশের লোকজনকে ঝড়ো করে বলেন তার স্ত্রী সেলিনা আক্তার গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। বাড়ীর লোকজন জড়ো হয়ে দেখতে পান সেলিনা আক্তার তার বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত রয়েছে।
এসময় তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. হেলাল উদ্দিনকে খবর দিলে তিনি এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেবকে অবগত করেন। খবর পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব।
এসময় লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহীন আহমদকে সাথে করে সেলিনা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল (বীরকুলি) সেলিনা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর সেলিনা আক্তারের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 984 বার