গোয়াইনঘাটে খালে পড়ে ছিলো যুবকের মরদেহ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৬ ফেব্রু ২০২৪, ০২:৫৯ অপরাহ্ণ


গোয়াইনঘাটে খালে পড়ে ছিলো যুবকের মরদেহ

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নাজিম উদ্দীন (৩২)। সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের শহিদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের কে বা কাহারা খুন করে একটি খালের মধ্যে লাশ ফেলে চলে যায়। পরে স্থানীয়রা মঙ্গলবার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি) রফিকুল ইসলাম জানান, রুস্তমপুর ইউনিয়ন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটিতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়না তদন্তের পর বিস্তারিত যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার