Social Bar
স্টাফ রিপোর্টার:
রাজধানীর গুলিস্তানে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন ও মহিলা কাউন্সিলর পুতুল সুলতানাসহ অন্যান্য নেতা-কর্মীরা হাসপাতালে আসেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুস সালাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আহতদের দেখতে এসেছি। বিএনপি এই বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
তিনি বলেন, সরকার সব বিষয়েই উদাসীন। জানমালের ক্ষতি হওয়ার আগে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না। বিএনপি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছে। পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সরকারি ব্যবস্থাপনায় সু-চিকিৎসার দাবি করছে।
উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনে বিস্ফোরণে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩