গার্মেন্টসকর্মীদের মধ্যে সংঘর্ষে নারী নিহত, আহত ২০ শ্রমিক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৭ সেপ্টে ২০২৪, ০১:৫০ অপরাহ্ণ


গার্মেন্টসকর্মীদের মধ্যে সংঘর্ষে নারী নিহত, আহত ২০ শ্রমিক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
আশুলিয়ায় মাসকট ও রেডিয়েন্ট গার্মেন্টসকর্মীদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক।
মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রোকেয়া বেগম ওই এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন।

অপরদিকে ওই কারখানার সামনে অবস্থিত রেডিয়েন্ট গার্মেন্টসের শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেন।

এ সময় রেডিয়েন্ট কারখানার কাজ বন্ধ করতে মাসকটের শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। এক পর্যায়ে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে মাসকট কারখানার শ্রমিক রোকেয়া বেগম নিহত হন। এছাড়া আহত হন অন্তত ২০ শ্রমিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার সকালে মাসকট ও রেডিয়েন্ট গার্মেন্টসকর্মীদের মধ্যে ইট নিক্ষেপের ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার