গাভির জোড়া লাগানো বাছুরের জন্ম

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৯ জানু ২০২৩, ০৮:০২ অপরাহ্ণ


গাভির জোড়া লাগানো বাছুরের জন্ম

খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় একটি গাভি জোড়া লাগানো বাছুরের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ভদ্রদিয়া গ্রামে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামের জনৈক আবু তালেবের একটি গাভির দুটি বাছুর একসঙ্গে জোড়া লাগানো অবস্থায় জন্ম হয়েছে। বাছুরের দুটি মাথা, দুটি লেজ, আটটি পা, দুটি কান এবং একটি মলদ্বার রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাছুর দুটি বেঁচে ছিল।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরশাফুল কবির বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এটি অপারেশন করা ব্যয়বহুল। তাছাড়া কোনো জেলা বা উপজেলাতে এ অপারেশনের মেশিন নেই। ঢাকার বঙ্গবাজারে ভেটেরিনারি হাসপাতালে এটি অপারেশন করা হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার