গভীররাত থেকে সকাল : সিলেটের সড়কে কি করছিলো পুলিশ
১৫ অক্টো ২০২৫, ০১:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
গভীর রাত থেকে সকাল পর্যন্ত সিলেটজুড়ে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (১৫ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত এই অভিযান চলে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হঠাৎ অভিযানে নামে পুলিশ। চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসী চালানো হয়। নগরীর চৌহাট্টা, দরগাহ গেইট, খাসদবীরসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। শুধু সড়ক নয় সিলেটের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিট পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেটের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে নগরজুড়ে এই অভিযান চালানো হয়েছে। গভীর রাত থেকে আজ (বুধবার) সকাল ৭টা পর্যন্ত এই অভিযানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, অভিযানকালে মাদকসহ ও বিভিন্ন মামলা পরোয়ানাভুক্ত কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার