গণঅবস্থান কর্মসূচির অনুমতি চাইতে ডিএমপিতে যাবে বিএনপি
১০ জানু ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
পূর্ব ঘোষিত গণঅবস্থান কর্মসূচি অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মিন্টুরোডে অবস্থিত ডিএমপি কার্যালয়ে যাবে তারা।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দুই সদস্যের প্রতিনিধি দল বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ডিএমপিতে গিয়ে দেখা করবেন। তারা গণঅবস্থান কর্মসূচির বিষয়ে অনুমতি চাইবেন।
আগামীকাল বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার